টেকনাফে মাটিতে লুকিয়ে রাখা ২০ লাখ টাকাসহ ১ রোহিঙ্গা আটক
টেকনাফে নগদ ২০ লাখ টাকাসহ নুর বারেক (২৫) নামের একজন রোহিঙ্গাকে আটক করেছে।
শুক্রবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের আই ব্লকের একটি বাড়িতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তাকে আটক করা হয়। সে নয়াপাড়া ক্যাম্পের বি- ব্লকের মৃত- খলিলুর রহমানের ছেলে।
টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ফোর্স অভিযানে পৌঁছালে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে আই ব্লকের রোহিঙ্গা হাজী সুলতান এর ঘর হতে কৌশলে একজন লোক দৌড়ে পালিয়ে যায়। এক পর্যায়ে নুর বারেক (২৫) নামের রোহিঙ্গাকে আটক করা হয় এবং তার দেখানো মতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর তল্লাশি করে অবৈধ নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এসপি তারিকুল ইসলাম তারিক।