টেকনাফে মালিকবিহীন কোটি টাকার আইস উদ্ধার

fec-image

কক্সবাজার টেকনাফে পৃথক দুটি অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার ও নাস্তার ব্যাগে করে ইয়াবা বহনকালে ৪ হাজার ৭শত ৪০ পিচ ইয়াবাসহ একজন মহিলাকে আটক করেছে।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উক্ত মাদক উদ্ধারসহ ওই মহিলাকে আটক করে।

২ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, ১১ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা চৌধুরীপাড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। উক্ত গোপন তথ্যের ভিত্তিতে টহলদল চৌধুরীপাড়া এলাকায় অবস্থানকালে একজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে তার পিঠে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারের নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে টহলদল তল্লাশি করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

অপরদিকে, দমদমিয়া চেকপোস্টে টেকনাফ কক্সবাজারগামী একটি (পালকি পরিবহন) বাসে তল্লাশি কালে একজন মহিলা যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। উক্ত মহিলা স্বীকারোক্তিতে তার হাতে থাকা নাস্তার ব্যাগের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪ হাজার ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মহিলা টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মৃত তৈয়ব গোলাল এর মেয়ে রায়লা বেগম (৫৫) আটককৃত আসামীকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন