টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরেছে অপহৃত ৯ কৃষক
কক্সবাজারের টেকনাফে অপহৃত দুইজন রোহিঙ্গাসহ ৯ জন কৃষক মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে। তবে এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে দুই লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাদের ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। অপহরণকারীরা প্রথমে জন প্রতি দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করলেও, শেষ পর্যন্ত দুই লাখ ৭৪ হাজার টাকা দিয়েই মুক্ত করা সম্ভব হয়। মুক্তিপণের টাকা আদায়ের পর অপহৃতদের ছেড়ে দেওয়া হয়, তবে এ সময় তাদের শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
উদ্ধারকৃত অপহৃতরা হলেন—নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল এবং নুরুল হোছনের সন্তান। তবে দুইজন রোহিঙ্গা অপহৃতের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, “পুলিশের অভিযানের কারণে অপহৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। মুক্তিপণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”