টেকনাফে মুক্তিপণ নিতে আসা অপহরণকারী চক্রের এক সদস্য গ্রেফতার, অপহৃত উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফের লম্বরী এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণ নিতে আসা অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত একজনকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে পাহাড়ে অপহরণকারীদের আস্তানা থেকে বন্দী রাখা ভিকটিমকে উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. দস্তগীর হোসেন চৌধুরী মানিক।

উদ্ধার হওয়া অপহৃত হলেন, হৃীলা ইউনিয়নের লেদা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইউসুফের ছেলে জামাল হোসেন।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ শফি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. দস্তগীর হোসেন বলেন, মঙ্গলবার রাতে তারই নেতৃত্বে একটি চৌকস টিম টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকায় অভিযান চালায়। এসময় মুক্তিপণ নিতে আসা অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে ধৃতকে সাথে নিয়ে তার দেখানো মতে পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা ভিকটিমকে উদ্ধার করা হয়। ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামি’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন। জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য বলছে, এ নিয়ে গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৪১ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮৪ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।

টেকনাফ থানার তথ্য মতে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে ডিসেম্বর এই পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৩টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৫১। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২১ জনকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন