parbattanews

টেকনাফে মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর অবমুক্ত করল বনবিভাগ

কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাস স্টেশন এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। এটির বয়স এক থেকে দেড় বছর হতে পারে।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে বাস স্টেশন এলাকার আব্দু শুক্কুরের পানের দোকানের হাঁচিতে লুকিয়ে থাকা অবস্থায় মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। এরপর দুপুর ২টার দিকে টেকনাফ বন বিভাগের নার্সারি পার্ক এলাকায় এটিকে অবমুক্ত করা হয়।

টেকনাফ উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধারের পর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। এরপর এটিকে মাছ, মুরগির মাংস খেতে দেওয়া হয়। পরে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পেয়ে এটিকে টেকনাফ বন বিভাগের ন্যাচারী পার্ক এলাকায় অবমুক্ত করা হয়েছে। এটি পুরুষ মেছো বাঘ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পল্লনপাড়া এলাকার আব্দু শুক্কুর সকাল বেলায় পানের দোকান খোলার সময় একটি বিড়ালের মত বাঘের বাচ্চা দেখা যায়। এরপর স্থানীয় লোকজন এসে এটিকে জাল দিয়ে ধরে বন বিভাগকে খবর দেন।

অবাধে বনজঙ্গল উজাড় হওয়ার কারনে খাদ্যসংকটে পড়ে মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করেন তারা।

Exit mobile version