টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ ও দ্রুত প্রত্যাবাসনের দাবিতে মানববন্ধন

fec-image

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ রোধ এবং দ্রুত প্রত্যাবাসনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

সোমবার (১২ আগস্ট) বিকেলে টেকনাফ পৌর শহরের বাস স্টেশন জামে মসজিদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্র মোরশেদ আলম, কক্সবাজার সরকারি কলেজের ছাত্র মো. বাহা উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান মাহমুদ সাকিব, মাহমুদুর রহমান তামিম, মো. জুবাইর আজিজ, মো. আবদুর রহমান ও মো. ইয়াসিন আরাফাতসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজে ও মাদ্রাসা শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, রোহিঙ্গাদের কারণে অস্থিত্বের সংকটে পড়েছি, মাদক, অপহরণ, গুম, খুন থেকে শুরু করে সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে রোহিঙ্গারা জড়িত হয়ে পড়েছে। স্থানীয় দালালের মাধ্যমে আবারও নতুন করে রোহিঙ্গা আসতে শুরু করেছে। আমরা প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। তাদের দ্রুত চিহিৃত করে দালালদের আইনের আওতায় আনা হোক। ইতিমধ্যে রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় বসবাস করে শ্রমবাজার দখলে নিয়েছে। দিন দিন টেকনাফের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। টেকনাফে সকল ধরনের অপরাধে বর্তমানে রোহিঙ্গারা জড়িত রয়েছে।

বক্তারা আরও বলেন, যে কোনো উপায়ে নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ প্রতিরোধ ও অবস্থানকারী রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মাধ্যমে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন