টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৬২ ঘর পুড়ে ছাই, এক শিশুর মৃত্যু

কক্সবাজারে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প ২৬-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এঘটনায় আগুনে ৬২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প ২৬ এর জি-৩ ব্লকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের জি-৩ এ বসবাসকারী মাঝি ফাুক এর বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন আশপাশের ঘর ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ৬২ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং এক শিশুর মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের অভিযানিক দলনেতা মুকুল কুমার নাথ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অন্তত অর্ধশতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে। আগুনে ধ্বংসস্তূপ থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আগুনের সূত্রপাতের কারণ জানার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে বলে জানান তিনি।
এদিকে শুক্রবার সকাল ১০ টারদিকে ক্যাম্পে কর্মরত এনজিও সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের কাজ করছে। ক্যাম্প ইনচার্জ মো. হান্নান সরকার ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।