টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন নবনিযুক্ত আরআরআরসি

fec-image

কক্সবাজারে নবনিযুক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোঃ মাহবুব আলম তালুকদার টেকনাফের ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এবং এনজিও সংস্থার কার্যক্রম পরিদর্শন করেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দূর্যোগ ব্যবস্থাপনা অধদিপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এবং কক্সবাজারে নবনিযুক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোঃ মাহবুব আলম তালুকদার টেকনাফের ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় ক্যাম্প ইনচার্জ আব্দুল হান্নান, এনজিও সংস্থা অক্সফার্মের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি ক্যাম্প ইনচার্জের কার্যালয়, অক্সফার্মের ওয়াটার প্লান্টসহ বিভিন্ন এনজিও সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং ক্যাম্প সংশ্লিষ্ট সার্বিক পরিবেশ-পরিস্থিতির খবরা-খবর নেন। এরপর দুপুরে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আরআরআরসি, এনজিও, রোহিঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন