টেকনাফে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ৩
টেকনাফে র্যাব-১৫ অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারী আটক করেছে। শনিবার (৩০ এপ্রিল) রাতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোড উত্তর লম্বরী টেকনাফ সী-বিচ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো টেকনাফ উপজেলার সদর ইউনিয়ন উত্তর লম্বরী গ্রামের মো. ইব্রাহীম (২২), সাবরাং ইউনিয়ন আলীর ডেইল গ্রামের আব্দুল খালেক (১৯) ও সেন্টমার্টিন ইউনিয়ন খোনারপাড়া মো. সাহাব উদ্দিন (২২)।
আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১টি রামদা ও ১টি লোহার চেইন দিয়ে বানানো বিশেষ অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদ পেয়ে র্যাব-১৫ কক্সবাজারের সিপিসি-১ এর একটি আভিযানিক দল টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোড উত্তর লম্বরী টেকনাফ সী-বিচ এলাকায় শনিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পালাতে চেষ্টাকরলে তিনজনকে দেশি অস্ত্রসহ আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী এবং নিজের দখলে দা, ছুরি, চাকু (অস্ত্র) রেখে বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।