টেকনাফে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ আব্দুর রশিদ(২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে র্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার হোয়াইক্যং ইউপি আমতলী পুকুরপাড় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশের পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশাপাশ এলাকা তল্লাশী করে তার নিকট থেকে সর্বমোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার জানান।
তিনি জানান, আসামি হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড আমতলীর নজির আহাম্মদের ছেলে আব্দুর রশিদ(২০) বলে জানা যায়। এ দিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বেশি দামে বিক্রির জন্য অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল
তিনি আরও জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।