টেকনাফে শিক্ষার্থীদের ১১ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান

fec-image

কক্সবাজারের টেকনাফ উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমান পরিস্থিতি থেকে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে ১১ দফা দাবি তুলে ধরা হয়েছে।

সংস্কারের দাবি সমূহ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির ছাত্র মো. রিফাত আলমের নেতৃত্বে একদল শিক্ষার্থী বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরীর দপ্তরে প্রদান করেন।

এ সময় শিক্ষার্থীদের দাবি সমূহ তিনি মনোযোগ সহকারে শুনেন এবং শিগগিরই এর ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। পরে টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কোটা সংস্কার ছাত্র আন্দোলনে বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম চত্বরের প্রতিকৃতিতে (মোরালে) শ্রদ্ধা জানান।

শিক্ষার্থীরা স্মারক লিপিতে উল্লেখ করেন, টেকনাফ মডেল উচ্চ বিদ্যালয়টি উপজেলার একটি ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সম্পদের ভরপুর এবং প্রচুর পরিমান শিক্ষার্থীরা অধ্যায়ন করে আসলেও শিক্ষার পরিবেশ, নিয়ম শৃঙ্খলা ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। এ প্রতিষ্ঠানটি নিয়ে কর্তৃত্ববাদীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। যা নিয়ে শিক্ষার্থীরা এর খেসারত দিতে গিয়ে ওদের রোষানলে পড়ে শিক্ষা জীবন থেকে ছিটকে পড়ছে। প্রায় ১৫ শত শিক্ষার্থী অধ্যায়ন করে আসছে। অতীত এবং বর্তমান এ প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায়, এর ঐতিহ্য ও সুনাম তিলে তিলে হারিয়ে যেতে বসেছে। সেই সাথে এ প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা, বিশ্বাসও ভালোবাসা ক্রমশ হারিয়ে যাচ্ছে। এ চলমান পরিস্থিতিতে যোগ্য প্রধান শিক্ষক এ প্রতিষ্ঠানে আসতে চায়না। আসলেও রাজনৈতিক রোষানলে পড়ে চলে যায়। সাবেক প্রধান শিক্ষক এর অভিযোগ এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সাথে’ বিবেচনা করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য শিক্ষাথীরা এ বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

৫ আগস্ট কোটা সংস্কার ও ছাত্র আন্দোলনে সরকার পতনের পর বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের সভাপতির পদ স্থানীয় রাজনৈতিক লোকদের পরিবর্তন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি পদে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে শিক্ষার্থীদের মধ্যে চলে আসে উৎসাহ উদ্দীপনা।

শিক্ষার্থীদের সংস্কাকারের দাবির মধ্যে রয়েছে, রাজনৈতিক মুক্ত প্রতিষ্ঠান ক্যাম্পাস, বিদ্যালয়ের সামনে মাছ বাজার উচ্ছেদ করা, শহীদ মিনার সংস্কার করা, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসিক বেতন সংস্কার করা, স্কাউট দলের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপন নিশ্চিত করা, ২০২৪ সালের উপ-বৃত্তির তালিকা পুনরায় তদন্ত করা, শ্রেণিকক্ষে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা, বিদ্যালয়ে শৃঙ্খলা কমিটি সংস্কার করা, বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা করা, টয়লেট ও শৌচাগার এর সুযোগ সুবিধা নিশ্চিত করা।

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী স্মারকলিপি গ্রহণের তথ্য নিশ্চিত করে জানান, শিগগিরই দাবিগুলো খতিয়ে দেখা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন