parbattanews

টেকনাফে সাগরে ভাসমান ১ লাখ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার

সেন্টমার্টিন সাগরে ভাসমান ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

৪ অক্টোবর (সোমবার) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 রবিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদে বাংলাদেশ কোস্টগার্ড অভিযান পরিচালনা করে ওই ইয়াবার চালানটি উদ্ধার করে। এসময় কোন পাচারকারি আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, সেন্টমার্টিন দক্ষিণ-পূর্ব জোনের কোস্ট গার্ড বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. এম তারেক আহমেদ ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় বিশেষ টহলে বের হন। এসময় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা বাংলাদেশ জলসীমানায় প্রবেশ করতে দেখলে নৌকাটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে এবং পাচারকারিরা নৌকা থেকে হলুদ রংয়ের ২টি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে দিয়ে নৌকাটি দ্রুত মিয়ানমার জলসীমানায় প্রবেশ করে। পরে সাগরে ভাসমান বস্তা ২টি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর গণনা করে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

Exit mobile version