টেকনাফে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

টেকনাফের হোয়াইক্যং ফাঁড়ি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি খাইরুল আমিন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার আলী আকবর পাড়া এলাকার হাছান আহমদের ছেলে।
জানা গেছে, ২১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই নূর আলমের নেতৃত্বে একদল পুলিশ হোয়াইক্যং ইউনিয়নের হুড়িখোলা নামক স্থান হতে তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন পলাতক ছিলেন।
সংবাদের সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান ধৃত আসামীর চেক প্রতারণা মামলার ৬ মাসের সাজা রয়েছে। তিনি নিজের এলাকা ছেড়ে অপর এলাকায় দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন। তাকে সকালে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।