টেকনাফে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিজান(২৮) নামে এক মাদক মামলার পলাতক আসামিকে গ্রপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ মার্চ) গভীর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মিজান নয়াপাড়া মৃত নূরুল আলমের ছেলে। সে একটি মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলো।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, “হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রোকনুজ্জামানের সমন্বয়ে পুলিশের একটি টিম সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ২০১১ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ৭ বছর কারাদণ্ড দেন। এর আগে মামলায় জামিনে মুক্ত হয়ে টেকনাফের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন।” আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।