টেকনাফে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে সাড় চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় এ তথ্য জানান।
জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ২১ জানুয়ারি গোপন তথ্যের ভিত্তিতে মায়ানমার হতে একদল মাদক পাচারকারী লেদা বিওপির বিআরএম-১১ হতে প্রায় ১ কি. মি. দক্ষিণ দিকে মেম্বার পোস্ট নামক এলাকা দিয়ে সীমান্ত পার হয়ে ইয়াবার একটি বড় চালান এ দেশে অনুপ্রবেশ করবে। এ সংবাদে নোয়াপাড়া বিএসপিতে স্থাপিত ফাউন্ড রাডারের মাধ্যমে সীমান্তে গতিবিধি লক্ষ্য করা হয় এবং ব্যাটালিয়ন সদর ও লেদা বিওপি হতে পৃথক দুটি টহলদল মেম্বার পোস্ট এলাকায় অভিযান চালালে নাফ নদীর পাড়ে অবস্থানরত মাদক পাচারকারী দলটি পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় মাদক পাচারকারী দলের কয়েকজন সদস্য দুইটি বস্তা ফেলে নদী সাঁতরে সীমান্তের অপর প্রান্তে মায়ানমারে পালিয়ে যায় এবং আরোও কিছু ব্যক্তি কয়েকটি বস্তা নিয়ে আলিখালের দিকে পালিয়ে যাবার চেষ্টা করে। অভিযানরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে অপর দলটি রাতের আঁধারের সুযোগে খরের দ্বীপ হয়ে মায়ানমারের সীমান্তে পালিয়ে যায়। এসময় তাদের বহনকৃত বস্তাগুলো বিক্ষিপ্তভাবে ফেলে রেখে দেয়। পরে বিভিন্ন বস্তায় সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। মাদক বহনের সাথে জড়িত ব্যক্তিদের খোঁজে অভিযান চলমান রয়েছে।