parbattanews

টেকনাফে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ইয়াবা

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান:
টেকনাফে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও ২শ’ ৩৫ ক্যান আন্দামান গোল্ড বিয়ারসহ ২টি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকাল সাড়ে ৮ টারদিকে টেকনাফ সদর বিওপির বিজিবি জওয়ানেরা ইয়াবা ও বিয়ারগুলো উদ্ধার করে।

টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদ পেয়ে পৌরসভার নতুন ট্রানজিট ঘাট সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিজিবি জওয়ানরা। এ সময় মিয়ানমারের দিক থেকে বাংলাদেশ সীমানায় ২টি কাঠের নৌকা পৌঁছলে নৌকায় থাকা ব্যক্তিদের চ্যালেঞ্জ করে বিজিবি। মুহুর্তে মাঝি-মাল্লারা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের সীমানায় চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে বিজিবি জওয়ানেরা নৌকা ২টি উদ্ধার করে তল্লাশী চালিয়ে একটি বড় পুটলা ও বেশ কয়েকটি বিয়ারের কার্টুন পায়। পুটলা ও কার্টনগুলো ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৪ কোটি ২০ লক্ষ টাকার ১লক্ষ ৪০হাজার পিস ইয়াবা এবং ২’শ ৩৫ ক্যান আন্দামান গোল্ড বিয়ার পাওয়া যায়।

জব্দকৃত নৌকা ২টি কাস্টমসে জমা দিয়ে ইয়াবা ও বিয়ার উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়নে রাখা হয়েছে।

Exit mobile version