parbattanews

টেকনাফে স্বর্ণসহ রাখাইন যুবক আটক

টেকনাফে চেকপোস্টে তল্লাশী চালিয়ে স্বর্ণের বারসহ এক রাখাইন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি পালকী পরিবহন সার্ভিসের বাসে তল্লাশি চালিয়ে ওই রাখাইন যুবককে আটক করে।

সে কক্সবাজার ফুলবাগ সড়কের মৃত নানিচা রাখাইনের পুত্র ক্যসামং রাখাইন (৪৫)। ওই যুবক বাসযোগে চেকপোস্টে পৌঁছলে তল্লাশীর এক পর্যায়ে মানিব্যাগ তল্লাশী করে ২টি স্বর্ণের গলানো পাত পাওয়া যায়। যা ওজন করে ১৪ভরি ৪আনা ৩রতি এবং বৈধ কোন কাগজপত্র না থাকায় স্বর্ণের বারসহ উক্ত রাখাইন পাচারকারীকে আটক করা হয়।

টেকনাফ ২বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে জব্দকৃত স্বর্ণ কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে।

Exit mobile version