টেকনাফে ১৯ হাজার পিচ ইয়াবসহ পাচারকারী আটক
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
টেকনাফে নাজিরপাড়া সংলগ্ন নাফনদী থেকে ১৯ হাজার ২৩ পিচসহ ১ পাচারকারীকে আটক করে বিজিবি। এসময় একটি বোট জব্ধ করা হয়। ধৃত ব্যক্তি টেকনাফের মন্ডলপাড়ার মৃত আমির আলির ছেলে রমজান আলী (৪০)।
টেকনাফের ৪২ বিজিবি সুত্র জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদে ভিক্তিতে স্থানীয় বিওপির বিজিবি’র টহলরত সদস্যরা নাজির পাড়া সংলগ্ন নাফনদীতে মাছধরার একটি বোটকে তল্লাশী করে ১৯ হাজার ২৩ পিচ ইয়াবাসহ ১ পাচারকারীকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৬০ লাখ টাকা।
ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদ হাসান।
Facebook Comment