parbattanews

টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

১২ সেপ্টেম্বর (রবিবার) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে কাটাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের পিছনে কোস্টগার্ড সদস্যরা অভিযানে যায়।

এসময় একটি সুপারি বাগান সংলগ্ন এলাকায় বস্তাসহ একজন ব্যক্তিকে দেখতে পায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে বাঁশি এবং টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। পাচারকারী কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি জানতে পেরে সাদা রংয়ের একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তাটি তল্লাশী করে ২৮,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার আমিনুল হক উক্ত তথ্য নিশ্চিত করে আরো জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্সনীতি অবলম্বন করে নিয়মিত অভিযান চলবে।

Exit mobile version