parbattanews

টেকনাফে ২ হাজার ইয়াবাসহ চালক আটক

ইজিবাইকসহ ইয়াবা ব্যবাসায়ী চালক আটক

কক্সবাজার টেকনাফে ইজিবাইক নিয়ে পাচার করার সময় দুই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী চালককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি) সদস্যরা।

আটক চালক হলেন, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মৃত নূর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০)।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা বিএন লে. শাহ জিয়া রহমান জানান, বিসিজি সদস্যরা গোপন সংবাদে জানতে পারেন মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ইজিবাইক যোগে মাদক পাচার হবে।

এমন তথ্যের ভিত্তিতে টেকনাফে বিসিজি সদস্যরা চেকপোস্ট স্থাপন করে। এসময় সন্দেহজনক একটি ইজিবাইককে থামানোর সংকেত দিলে মাদকপাচারকারী চালক ইজিবাইকটি ফেলে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় ইজিবাইকে তল্লাশী চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। জব্দকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল।

পাচার কার্যে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়। আটক ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version