টেকনাফে ৪৮ বোতল ফেনসিডিলসহ যুবক আটক


কক্সবাজারের টেকনাফে তল্লাশি চৌকিতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ একজন পাচারকারী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ধৃত পাচারকারী হচ্ছে টেকনাফ পৌরসভার অলিয়াবা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মো. আরিফ (৩৫)।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ৭ টারদিকে দমদমিয়া বিজিবির তল্লাশি চৌকিতে ফেনসিডিলসহ ওই যুবককে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।
তিনি জানান- টেকনাফ উপজেলার হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত সিএনজিটি তল্লাশিকালীন সিএনজির পিছনে বসা একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তাকে ব্যাপকভাবে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশির একপর্যায়ে উক্ত যাত্রীর হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল এর সিজার মূল্য ১৯ হাজার ২’শ টাকা।
আটক আসামিকে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।