টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন আদমের জোড়া নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এসব ইয়াবা জব্দ করে।নিজস্ব গোয়েন্দা সুত্রে জানতে পারে যে, নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এ প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও নোয়াপাড়া বিশেষ ক্যাম্প হতে পৃথক দুটি আভিযানিকদল বর্ণিত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।পরবর্তীতে আনুমানিক রাত ১.৩০ ঘটিকায় ৪-৫ জন ব্যক্তিকে নৌকাযোগে নাফ অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে তীরবর্তী কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে মাদক পাচারের চেষ্টা করলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে।মাদক পাচারকারীরাদল বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নাফ নদী ও কেওড়া জংগল দিয়ে রাতের আঁধারে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবি সদস্যরা সম্পূর্ণ এলাকা অবরুদ্ধ করে তল্লাশি চালিয়ে কেওড়া জঙ্গল, নদীর তীরবর্তী ও তৎসংলগ্ন বিভিন্ন স্থানে পাচারকারীদের ফেলে যাওয়া ও কর্দমাক্ত স্থানে পুঁতে রাখা চারটি (বিশেষভাবে মোড়কজাত) বস্তা এবং বস্তার ভিতরে চার লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে এবং মাদক পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান রয়েছে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন