টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফের মির্জারজোড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. আয়াত উল্লাহ (২৬) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক মো. আয়াত উল্লাহ মিয়ানমার মংডু শহরের ডেইলপাড়ার মৃত কাদির হোসেনের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার (৫নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ৭০০ গজ পূর্ব দিকে মির্জারজোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল এলাকায় অভিযান চালায়। এসময় একটি পোটলাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়।
পরে ধৃতের হাতে থাকা একটি প্লাষ্টি কের ব্যাগের ভিতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।