টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আটককৃত মাদক কারবারি হলেন- উখিয়া উপজেলার ১৫ নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পের আবুল বাশারের ছেলে আয়াত উল্লাহ (২৪)।
মঙ্গলবার রাত ১১ টারদিকে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান- টেকনাফের হ্নীলা ইউনিয়নের পুরাতন হ্নীলা বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদক ইয়াবা অন্যত্র পাচারের জন্য মজুত করে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টাকালে আয়াত উল্লাহ নামে উক্ত মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন এবং তার আরও দুই সহযোগী পালিয়ে যায়। পরে তাদের হেফাজতে থাকা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত কারবারি আয়াত উল্লাহ জিজ্ঞাসাবাদে জানায়- সে এবং পলাতক অজ্ঞাত মাদক কারবারিদের পরস্পর যোগসাজশে জব্দকৃত অবৈধ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করে রেখেছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক এবং পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।