টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধৃত পাচারকারী হচ্ছে উখিয়া উপজেলার কুতুপালং ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের অলি আহমদের পুত্র মোঃ রশিদ আহমেদ (৪৫)।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহীউদ্দীন আহমেদ এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান- গত রবিবার রাতে লেদা বিওপি’র বিজিবি সদস্যরা মেম্বারের চিংঠি ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসার গোপন সংবাদ পায়। উক্ত সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল মেম্বারের ঘের এলাকায় কৌশলে অবস্থান নেয়। এসময় তিনজন ব্যক্তিকে একটি নৌকা যোগে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে কেওড়া বাগানে নেমে মেম্বারের ঘেরের দিকে আসতে দেখে কৌশলে অবস্থানে থাকা বিজিবি সদস্যরা।
তাদের চলাচলের গতিবিধি সন্দেহজনক হলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিদের মধ্যে দুইজন চোরাকারবারী দ্রুত নৌকায় উঠে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর একজন চোরাকারবারীকে একটি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। ধৃত চোরাকারবারীর নিকট রক্ষিত ব্যাগের ভিতর হতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে উখিয়া উপজেলার কুতুপালং ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের অলি আহমদের পুত্র মোঃ রশিদ আহমেদ (৪৫)। কুতুপালং এফডিএমএন ক্যাম্পে অবস্থান করে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে ইয়াবা বাংলাদেশে পাচারের সাথে জড়িত রয়েছে।
আটককৃত পাচারকারীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।