parbattanews

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ উপজেলা শহর হতে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাছের ট্রাকে করে ইয়াবার একটি চালান উখিয়ার বালুখালীত পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপি’র দুইটি আভিযানিকদল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বড়ইতলী ভিউ পয়েন্ট নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম শুরু করে।

আনুমানিক দুপর ১২.৩টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মাছের ট্রাক চেকপোস্টে আসলে সন্দেহজনকভাবে তা তল্লাশির জন্য থামানো হয়। উক্ত মাছের ট্রাকে আরোহিত ২০-২৫ জন জেলেকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তাদের মধ্যে মো. রিয়াজ (২১) নামের একজন জেলের স্বীকারোক্তিতে তার মাছের বালতির ভিতরে মাছের নিচে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত জেলেকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে উখিয়ার ১নং বালুখালি এফডিএমএন ক্যাম্প, এফসিএন নং- ২৯১৫৯০, ব্লক-৬৬, শেড নং-৮ এ বসবাসরত মো. জামালের ছেলে। সে দীর্ঘদিন যাবত বাংলাদেশি নাগরিক ছদ্মবেশে মৎস্য ব্যবসার আঁড়ালে টেকনাফ হতে কক্সবাজারে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছিল।

আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Exit mobile version