টেকনাফে ৬ ইটভাটাকে ১২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও কার্যক্রম বন্ধের নির্দেশ

fec-image

কক্সবাজারের টেকনাফ উপজেলার ৬ টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এতে প্রতিটি ইট ভাটাকে দুই লাখ টাকা করে ১২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পরবর্তী সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে কক্সবাজারের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিনের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কক্সবাজার জেলা পুলিশ, টেকনাফ মডেল থানা পুলিশ, র‍্যাব-১৫ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে টেকনাফ উপজেলার ৬ টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট আবদুছ ছালাম ও পরিদর্শক মুসাইব ইবনে রহমান। মোবাইল কোর্ট অভিযানে প্রতিটি ইট ভাটাকে দুই লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে নগদ আদায় করা হয় এবং ইট ভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ইটভাটা গুলো হচ্ছে হোয়াইক্যংয়ের দৈংগাকাটা এালাকায় অবস্থিত মেসার্স এ আর বি বিক্সস, মেসার্স এস এম বি বিক্স, মেসার্স এম কে বি বিক্স, মেসার্স এ এইচ বি বিক্স, মেসার্স কে এন বি বিক্স ও লাতুরিখোলা এলাকায় মেসার্স এম আর বি বিক্স।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে আরো জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন