টেকনাফ থেকে উদ্ধার হওয়া হাতি শাবকের ঠাঁই হলো ডুলাহাজারা সাফারি পার্কে
গহীন পাহাড়ে শাবক প্রসব করে মারা গেল মা হাতি। বেঁচে যাওয়া বাচ্চা (শাবক) হাতিটি এই কনকনে শীতের সময়ে নতুন করে ঠিকানা হলো কক্সবাজারের ডুলাহাজারা সাফারী পার্কে। দেশের সীমান্ত উপজেলা টেকনাফের গহীন পাহাড়ে এক বন্য মা হাতি বাচ্চা প্রসব করার পরে রবিবার বিকেলের দিকে মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘটনার বিষয়টি বন বিভাগের কর্মীদের অবহিত করলে দ্রুত কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ হোয়াইক্যং রেঞ্জের বনকর্মীরা হরিখোলা বুরাবনিয়া নামক স্থান থেকে প্রসবকালীন একটি হাতি বাচ্চা (শাবক) উদ্ধার করেন।
উদ্ধারকৃত প্রসবকালীন হাতির বাচ্চাটি উন্নত সেবা ও চিকিৎসার জন্য সোমবার দুপুরের দিকে ডুলাহাজারা সাফারী পার্কে হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো: মিনার চৌধুরী হস্তান্তর করেছেন বলে নিশ্চিত করেন সাফারী পার্কের দায়িত্বরত রেঞ্জ কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম।
ডুলাহাজারা সাফারী পার্কের রেঞ্জ কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম বলেন, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা বুরাবনিয়া নামক স্থানে গহীন পাহাড়ে একটি বন্য মা হাতি বাচ্চা শাবক প্রসবকালীন পরবর্তী সময় অতিরিক্ত রক্তক্ষরণে মা হাতি’র মৃত্যু হয়। খবর পেয়ে হোয়াইক্যং বিটের বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতির শাবকটি উদ্ধারের পরে বন বিভাগের অফিসে নিয়ে যান। উদ্ধার হওয়া শাবকটি সোমবার (আজ) দুপুরে সাফারী পার্কে এসে হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা হস্তান্তর করে গেছেন।
তিনি আরো বলেন, পার্কে হস্তান্তর করার পরে শাবকটিকে দুধ খাওয়ানো হচ্ছে। সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসকের তত্বাবধানে শাবকটি দেখভাল ও পরিচর্যা করা হচ্ছে। শাবকটি বর্তমানে সুস্থ রয়েছেন বলে তিনি জানান।