parbattanews

টেকনাফ থেকে রোহিঙ্গা বোঝাই নৌকা মিয়ানমারে ফেরত

টেকনাফ প্রতিনিধি:

নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহলদল তাদেরকে বাধাঁ প্রদান করে এবং স্বদেশে ফেরত পাঠায়।

রোববার(৩০ সেপ্টেম্বর) ভোরে একটি নৌকায় ১৭ জন রোহিঙ্গা টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। পরে সকালে তাদের মিয়ানমারে ফেরত পাঠায় বলে দাবি করে বিজিবি। এদের মধ্যে ৮ নারী, ৫ শিশু ও ৩ পুরুষ ছিল।

বিষয়টি নিশ্চত করেছেন টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী। তিনি বলেন, ‘১৭ জন রোহিঙ্গাবোঝাই একটি নৌকা নাফ নদী পেরিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে শাহপরীর দ্বীপ এলাকায় প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই নৌকায় ১৭ জন রোহিঙ্গা ছিল। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে সীসান্ত দিয়ে বাংলাদেশে  অনুপ্রবেশের বেশ চেষ্টা করছিল। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।’

জানতে চাইলে টেকনাফ লেদা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান আব্দুল মতলব জানান, ‘মিয়ানমারে রয়ে যাওয়া রোহিঙ্গারা ভালো নেই। এখনও কৌশলে তাদের নির্যাতন চালাচ্ছে সেনাবাহিনীরা। ফলে রোহিঙ্গারা এখনও বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সহিংসতায় রোহিঙ্গাদের ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নিপীড়ন। এসব সহ্য করতে না পেরে বাধ্য হয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে লাখ লাখ রোহিঙ্গা।

Exit mobile version