parbattanews

টেকনাফ মেরিন ড্রাইভে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক

টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়ার মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-১ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন (মহেশখালীয়াপাড়া) টেকনাফ জিরো পয়েন্ট থেকে মেরিন ড্রাইভগামী রাস্তার সি-বিচ পয়েন্ট মোড় ভাই ভাই স্টোরের নিকট এক অভিযান পরিচালনা করে। সে অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা কক্সবাজার সদর উপজেলার ১২নং ওয়ার্ড মধ্যম লাইট হাউসের মো. দেলোয়ার হোসেনের ছেলে তোফায়েল আহমেদ প্রকাশ রুবেল (৩৫) এবং টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কচুবুনিয়া এলাকার কবির আহমদের ছেলে মো. জিয়াবুল (২১) বলে জানা যায় ।

আভিযানিক দল ঘটনাস্থলে পোঁছানোর সামান্য পূর্বে একজন মাদক ব্যবসায়ী দ্রুত অন্ধকারে পালিয়ে যায় মর্মে আটক ব্যক্তিরা স্বীকার করে বলে তারাসহ পলাতক ব্যক্তিসহ পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত গাঁজা অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত গাঁজাসহ আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version