টেকনাফ সীমান্তে বিজিবি’র টহল জোরদার
মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভুত পরিস্থিতিতে টেকনাফে নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে বিআরএম-১০ পর্যন্ত নাফ নদীর ঝুকিপূর্ণ স্থান সমূহে এবং বাংলাদেশের জলসীমায় বিদ্যমান দ্বীপের আধিপত্য বিস্তারের জন্য নৌ টহল পরিচালনা করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ সন্ধ্যায় বলেন, সীমান্তে নিছিদ্র নিরাপত্তায় বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা জলে ও স্থলে টহল পরিচালনা করছে এবং যে কোন অপতৎপরতা রোধে সোচ্চার রয়েছে বর্ডার গার্ড। এছাড়া সীমান্তের যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায়ও রয়েছে।
এদিকে গত দুই দিন ধরে দিনে রাতে মিয়ানমারের রাখাইনে থেমে থেমে বিকট বিস্ফোরণে কেঁপে উঠছে এপারের টেকনাফ সীমান্ত ও ঘরবাড়িগুলো। ফলে আতঙ্ক বিরাজ করছে এপারের বাসিন্দাদের।