টেকনাফ-সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে সাড়ে ৯টায় টেকনাফ জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়েছে ৩টি পর্যটকবাহী জাহাজ।
বৈরি আবহাওয়ার কারণে রবিবার সকাল থেকে পর্যটকদের জান-মাল নিরাপত্তার বিষয় বিবেচনা করে টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে একদিনের জন্য জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। আবহাওয়া ভালো হওয়ায় এবং সবকিছু ইতিবাচক থাকায় সোমবার সকাল সাড়ে ৯টায় ৮টি পর্যটকবাহী জাহাজ স্বাভাবিক নিয়মে জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৩টি জাহাজ ছেড়ে যায়।
তবে আবহাওয়া খারাপ হলে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সেন্টমার্টিনে আজ পর্যটকবাহী জাহাজ এসেছে। তবে, পর্যটক সংখ্যায় খুব কম। রবিবার আটকে পড়া দেড় হাজার পর্যটক নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছেন, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে আজ থেকে ৩ দিন বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে কক্সবাজার শহরে দুপুর থেকে বৃষ্টিপাত হচ্ছে।
নিউজটি ভিডিওতে দেখুন: