parbattanews

টেকনাফ সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কক্সবাজার টেকনাফের জুলস পাওয়ার ২০ মেগাওয়াটের সোলার বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় হেলিকপ্টার যোগে তিনি উপজেলার হ্নীলার আলীখালী ২০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছান।

নাফ নদীর ওপারে মিয়ানমার আর এপারে বাংলাদেশ। নদীর তীরে লবণমাঠে সারি সারি বসানো সৌর প্যানেল। এসব প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে । এ মাঠে কয়েক  বছর আগেও উৎপাদিত হতো লবণ। এ  সৌরবিদ্যুতের সুফল পাচ্ছে  টেকনাফ উপজেলার ৪০ হাজারের বেশি গ্রাহক। এখন আগের মতো ঘন ঘন লোডশেডিং হচ্ছে না। এত বড় সৌরবিদ্যুৎ প্রকল্প দেশে আর কোথাও নেই। দেশের সর্ববৃহৎ ২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ চালু হলো টেকনাফে।

কাজটি বাস্তবায়ন করেছে জুলস পাওয়ার লিমিটেড (জেপিএল)। উপজেলার গ্রাহকের চাহিদার ৮০ শতাংশই সরবরাহ হচ্ছে এ সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে।

উপজেলার হ্নীলার আলীখালীতে ১১৬ একর জমিতে ২০ মেগাওয়াটের সোলার বিদ্যুৎ প্রকল্পটি স্থাপন করা হয়েছে।

টেকনাফ পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৪০ হাজার বিদ্যুতের গ্রাহক আছে। এর মধ্যে টেকনাফে দৈনিক ১১ মেগাওয়াট চাহিদা রয়েছে। সোলারটেক থেকে উৎপাদিত বিদ্যুৎ দিনের বেলায় স্থানীয়ভাবে চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী উখিয়া উপজেলায় সরবরাহ করা হচ্ছে।

এ সময় মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।

Exit mobile version