টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ‘TTH’ সিজন ৯-এ নিটারের শিক্ষার্থীদের গৌরবময় সাফল্য

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এর শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সবসময় প্রমাণ করে এসেছেন।
বরাবরের মতোই টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (TTH) সিজন ৯-এ অসাধারণ দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের মেধার প্রমাণ দিয়েছেন নিটারিয়ানরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) অনুষ্ঠিত টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (TTH) সিজন ৯ এর জাতীয় কনফারেন্স “দ্য কম্পিটিশন ডে”-তে নিটারের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতার শীর্ষ ১০০ উদ্ভাবনী প্রতিভার তালিকায় নিটারের ৬ জন শিক্ষার্থী স্থান করে নিয়ে প্রতিষ্ঠানটির দক্ষতা ও মানের পরিচয় দিয়েছেন।
টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (TTH)-এর বাছাই প্রক্রিয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। প্রাথমিক পর্যায়ে প্রতিযোগীরা ভিডিও অডিশন ও ইনোভেশন আইডিয়া উপস্থাপন এবং চূড়ান্ত কুইজের মাধ্যমে তাদের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেন। প্রতিযোগিতার শীর্ষ ১০০ উদ্ভাবনী প্রতিভার তালিকায় উত্তীর্ণ নিটারের শিক্ষার্থীরা হলেন: ১১তম ব্যাচের আকুলানন্দ সরকার অন্তর (৭ম), ১১তম ব্যাচের সালেহীন বাঁধন (১৫তম), ১১তম ব্যাচের মোহাম্মদ ইমতিয়াজ ইমাম (১৯তম), ১১তম ব্যাচের কাজী রবিউল ইসলাম রিফাত (২৩তম), ১৩তম ব্যাচের রাফিউল কাদির রাফি (২৪তম), ১৪তম ব্যাচের এম এ রাফি (২৫তম)।
এই অসাধারণ সাফল্য নিটারের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা, কঠোর পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতি তাদের প্রতিশ্রুতির প্রমাণ বহন করে। শীর্ষ ১০০ প্রতিভা প্রশিক্ষণ, বৃত্তি এবং প্রাইজমানির মতো বিশেষ সুযোগ-সুবিধা অর্জন করবেন, যা তাদের ভবিষ্যতের জন্য মূল্যবান অভিজ্ঞতা হিসেবে প্রভাব বিস্তার করবে। নিটারের এই অর্জন টেক্সটাইল খাতে তাদের নেতৃত্ব এবং উদ্ভাবনী ভূমিকার শক্তিশালী অবস্থানকে আরো সুদৃঢ় করবে বলে আশাবাদী তারা।