ট্রলার ডুবিতে ৩ দিনেও খোঁজ মেলেনি ৩ জনের


চট্টগ্রামের কর্ণফুলীর মোহনায় কুতুবদিয়ার মালবাহী ট্রলার ডুবির ঘটনার ৩ দিন পার হলেও খোঁজ মেলেনি নিখোঁজ ৩ জনের। উদ্ধার হয়নি ডুবন্ত ট্রলার।
গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে ভোরে উপজেলার বড়ঘোপ বাজারের জকরিয়া সওদাগরের মালিকানাধীন মালবাহী ট্রলার ব্যবসায়িদের মালামাল নিয়ে কুতদুবদিয়ায় আসার পথে দুর্ঘটনার শিকার হয়।
এসময় ট্রলারে থাকা ৮ মাঝি-মাল্লা সাঁতরিয়ে অন্য বোটে উদ্ধার করা গেলেও মেশিন ড্রাইভার দক্ষিণ ধুরুং নয়া পাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র ছৈয়দুল করিম(২৫), সবজি ব্যবসায়ি কৈয়ারবিল নাজের বাপের পাড়ার (বর্তমান বড়ঘোপ) মৃত বদি আলমের পুত্র মো. কাশেম (৪৫) ও একই ইউনিয়নের আনু বাপের পাড়ার মৃত ইজ্জত আলীর পুত্র মো. হোছাইন (৪০) নিখোঁজ হয়।
ট্রলার মালিক পক্ষের সূত্র জানায়, ডুবে যাওয়ার পর থেকে নৌবাহিনী, কোস্ট গার্ড, বন্দর কর্তৃপক্ষের উদ্ধার কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন। প্রথম দিন সন্ধ্যায় ট্রলারের সামনের অংশ ছিঁড়ে আসায় পুরো ট্রলার আবার হারিয়ে গেছে সাগরে। মালামাল, ট্রলার দূরের কথা নিখোঁজ ৩ হতভাগাকেও ভাসমান জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি। প্রতিদিন আহাজারি চলছে নিখোঁজ ৩ জনের পরিবারে।