ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত
দীঘিনালায় ট্রাক্টর উল্টে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম আবদুল মান্নান (২৫)। সে দীঘিনালা উপজেলার দক্ষিণ মিলনপুর গ্রামের লালু মিয়ার ছেলে। শনিবার দুপুর পৌনে বারোটায় উপজেলার দুর্গম লক্ষ্মিছড়ী এলাকায় কাঠ পবিবহনের সময় এঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাবুছড়া ইউনিয়নের লক্ষ্মীছড়ী এলাকায় একটি পাহাড় থেকে দ্রুত বেগে নামার সময় ঝাকুনিতে আবদুল মান্নান ট্রাক্টর থেকে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই আবদুল মান্নানের মৃত্যু হয়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাপ্রবাহ: ট্রাক্টর, নিহত, শ্রমিক
Facebook Comment