ট্রাক জ্বালিয়ে দেয়ার ঘটনায় অজ্ঞাতদের আসামী করে মামলা
নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির নানিয়ারচর উপজেলার বেতছড়িতে চাঁদার দাবিতে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক মাল বোঝাই ট্রাক জ্বালিয়ে দেয়ার ঘটনায় নানিয়ারচর থানায় মামলা হয়েছে।
নানিয়ারচর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার পুলিশ বাদি হয়ে অজ্ঞাত নামা আট জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়। (মামলা নং ১/তারিখ-২৪-০১-১৭)।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ট্রাক পুড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত কোন আসামী আটক করা হয়েছে কিনা বা সন্দেহজনক কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন ‘আমি চট্টগ্রাম আছি’।
এদিকে ঘটনার পর দুই দিন পার হতে চললেও এখন পর্যন্ত কাউকে আটক না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন মালিক, শ্রমিকরা।
Facebook Comment