ট্রাফিক আইন অমান্য করায় ৩০টি গাড়ি আটক, জরিমানা দুই লাখ টাকা

fec-image

খাগড়াছতিতে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে ৪০মামলা হয়েছে। এ সময় অন্তত ৩০টি গাড়ী আটক ও দুই লাখ টাকা জরিমানা করা করেছে খাগড়াছড়ি টাফিক পুলিশ ।

সোমবার(৫ ফেব্রুয়ারি) সকাল থেকে উল্টোপথে গাড়ী চালানো, লাইসেন্স বিহীন গাড়ীচালানো, শহরের মধ্যে কৃষি কাজে ব্যবহৃত পাউয়াার টিলার চালানো, যত্র-তত্র গাড়ী পার্কিং, গাড়ীর ছাঁদে যাত্রী নেওয়া, ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালনোসহ রাস্তার ফুটপাত দখল মুক্ত করার অভিযোগে ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

খাগড়াছড়ি জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সুপ্রিয় দেব জানান, খাগড়াছড়ি পুলিশ সুপারের মুক্তা ধরের নির্দেশে ফুটপাত দখলমুক্ত করা এবং যত্রতত্র গাড়ী পার্কিং নিয়ে কয়েক বার কাউন্সিলিং করা হয়েছে। কিন্তু কাজ না হওয়ায় অভিযান চালাচ্ছি। এ অভিযান সপ্তাহ ব্যাপী চলবে। মূলত ট্রাক্টর, অবৈধ টমটম, মোটরসাইকেল, হেলমেট ও লাইসেন্স বিহীন গাড়ী চালদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়ি সদর থানা ওসি তানভীর হাসান জানান, পর্যটন নগরী খাগড়াছড়ি যানযট মুক্ত পরিছন্ন রাখার জন্য পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে এবং ট্রাফিক পুলিশের সহায়তায় আমরা এ অভিযান অব্যাহত রাখবো। তিনি বলেন, ফুটপাতে অবৈধ জিনিস রাখা যাবে না। নিদিষ্ট পার্কিং প্লেস ছাড়া যেখানে সেখানে গাড়ী পার্কিং করা যাবে না। হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবৈধ কোনো গাড়ী চলতে দেওয়া যাবে। যাতে খাগড়াছড়ি শহরটা সুন্দর রাখা যায় সেই চেষ্টায় আমরা অভিযান অব্যাহত রাখবো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন