ট্রেনের ইঞ্জিন বিকল : চার ঘণ্টা চরম ভোগান্তি


কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ চার ঘণ্টা চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুর সোয়া একটার দিকে ইসলামাবাদ রেল স্টেশনে এ ত্রুটি দেখা দেয়।
ইসলামাবাদ রেল স্টেশন মাস্টার মো. আবদুল কাইয়ুম জানান, কক্সবাজার থেকে বেলা সাড়ে ১২ টার দিকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ৮১৩ নং ট্রেনটির ৩০২০ নং ইঞ্জিনে আকস্মিক ভাবে যান্ত্রিক ক্রটি দেখা দিলে দুপুর সোয়া একটার দিকে ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে থেমে যায়। পরে চট্টগ্রাম থেকে ৩০২৯ নং ইঞ্জিন সংগ্রহ করে তা ফিটিং করে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে বিকাল পাঁচটায়।
যাত্রীদের অনেকেই এর জন্য রেল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে বলেন, দীর্ঘ যাত্রার এ ট্রেন ছাড়ার আগে মেশিনারি যন্ত্র গুলো পরীক্ষা করেই ছাড়তে হয়। দীর্ঘ চার ঘণ্টার এ ভোগান্তিতে শতাশত যাত্রীদের কত কি গুরুত্বপূর্ণ কাজের ক্ষতি হয়েছে তা রেল কর্তৃপক্ষ পুষিয়ে দিতে পারবেন কিনা প্রশ্ন তুলেন।
কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, ইঞ্জিনে যান্ত্রিক ক্রটির কারণে ইসলামাবাদ স্টেশনে এটি হয়েছে। ট্রেন ছাড়ার আগে চেকাপ করা হয় কিনা জানতে চাইলে বলেন, কক্সবাজারে চেকআপের সুযোগ নেই। যেহেতু ইঞ্জিন ও মেশিনারিজ মালামাল চট্টগ্রাম এবং ঢাকায় রয়েছে। সেখানেই চেকাপ করা হয়।