ডাকসু জিএস এস এম ফরহাদ হোসেনকে রাঙামাটিতে সংবর্ধনা


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নব নির্বাচিত জি এস রাঙামাটির সন্তান এস এম ফরহাদ হোসেন’কে সংবর্ধনা দেয়া হয়েছে তার জন্মস্থানে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) শহরের আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসায় এই সংবর্ধনা দেয়া হয়।
এর আগে জি এস ফরহাদকে নিয়ে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের ভেদভেদি থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরুপায় এসে শেষ হয়।
আল আমিন মাদ্রাসা’র অধ্যক্ষ অধ্যাপক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ, রাঙামাটি জেলা জামায়াতের নায়েবে আমির জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মনসুরুল হক, ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলার সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারি ইরফানুল হক, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শহিদুল ইসলাম শাফি প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ফরহাদ রাঙামাটির জন্য গর্ব স্বরুপ। দুর্গম পাহাড়ের একটি মাদ্রাসা থেকে ঢাবি’র জিএস পদে আসীন হওয়াটা এটিই প্রমাণ করে সত্যিকারের মেধা, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে জীবনে যেকোন সুউচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব। আজকের প্রজন্মের জন্য ফরহাদ অনুপ্রেরণা, তাঁর নেতৃত্ব অনুসরণ করে নিজেকে যোগ্যতাসম্পন্ন ব্যাক্তিত্বে পরিণত করা সম্ভব।
জি এস, এস এম ফরহাদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, আজকে এই সংবর্ধনা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে। পাশাপাশি আগামীর লম্বা লড়াইয়ের জন্য সক্ষমভাবে ভূমিকা রাখতে সহায়তা করবে। আজকে যে ভালোবাসা আমি পেয়েছি এটি আমাকে সাহস ও শক্তি জোগাবে, পাশাপাশি আরো বেশি দায়িত্বশীল করে তুলবে এই মানুষগুলোর জন্য কাজ করতে।

















