জামায়াত আমীর ডা. শফিকের গোপনে বিদেশ সফর! পরে যা জানা গেল

fec-image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক মাধ্যমে খবর চাউর হয়েছে। তবে এ খবরটিকে স্রেফ মিথ্যাচার আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

রোববার (১ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি কাতারের রাজধানী দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি। তিনি দেশেই ছিলেন।

জামায়াত আমিরের দেশে অবস্থানের প্রমাণস্বরূপ ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত তিনি যেসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সেসবের বিস্তারিত তুলে ধরেছে জামায়াত।

দলটির বিবৃতি অনুযায়ী, বুধবার (২৮ মে) সকালে ডা. শফিকুর রহমান সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে শাহবাগ মোড়ে সংবর্ধনা দিয়েছেন এবং বেলা সাড়ে ১১টার দিকে মগবাজার আল-ফালাহ মিলনায়তনে তার সঙ্গে মতবিনিময় করেছেন।

তিনি একই দিন বিকালে মগবাজার কাজী অফিস লেনে সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযমের কবর এবং আজিমপুর কবরস্থানে যথাক্রমে ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও এটিএম আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন।

বৃহস্পতিবার (২৯ মে) ডা. শফিকুর রহমান সারাদিন নিজ বাসা বসুন্ধরায় এবং একই দিন রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেছেন।

পরদিন শুক্রবার (৩০ মে) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন। এদিন বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াতের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৯ ও ৩০ মে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমিরের প্রবেশ ও বৈঠকের সিসিটিভি ফুটেজ কেউ চাইলে যাচাই করে দেখতে পারেন বলেও বিবৃতিতে উল্লেখ করেছে দলটি।

এছাড়া ৩০ ও ৩১ মে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুইদিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরের সমাপনী দিনে ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন; যার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে এবং শিক্ষাশিবিরে প্রদত্ত বক্তব্য দৈনিক পত্রিকায় এসেছে।

৩১ মে জামায়াত আমির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সকাল ৭টায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন এবং একই দিন সন্ধ্যা ৭টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় অবতরণ করেন।

মাওলানা এটিএম মা’ছুম আরও বলেন, আমরা মনে করি, আমিরে জামায়াতকে জনগণের নিকট হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এই মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জামায়াত, ডা. শফিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন