parbattanews

ডিএমপি’র সাইবার ইউনিটে সাকিব খানের বিরুদ্ধে অভিযোগ

কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে লিখিত অভিযোগ দায়ের করেছে সঙ্গীত শিল্পী দিলরুবা খান।

রবিবার (২৮ জুন) সঙ্গীত শিল্পী দিলরুবা খানের পক্ষে ব্যারিস্টার ওলোরা আফরিন শাকিব খান, তার প্রতিষ্ঠান এসকে ফিল্মস ও মোবাইল অপারেটর রবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ডিএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার (এডিসি) নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

অভিযোগে বলা হয়, অনুমতি ছাড়া ২০১৯ সালে মুক্তি পাওয়া শাকিব খানের “পাসওয়ার্ড” সিনেমায় দিলরুবা খানের “পাগল মন” গানের কয়েকটি লাইন ব্যবহার করা হয়।

অভিযোগ প্রসঙ্গে ওলোরা আফরিন বলেন, “চিত্রনায়ক শাকিব খান তার ‘পাসওয়ার্ড’ সিনেমায় গানটির দুই লাইন অনুমতি ছাড়া ব্যবহার করেছেন। গানটি দিলরুবা খানের নামে কপিরাইট করা ছিল।

তিনি গানটি সিনেমায় ব্যবহার করে কপিরাইট আইন ভঙ্গ করেছেন। গানটির ডিজিটাল বিপণন করেছে মোবাইল অপারেটর রবি। তাই তাদের বিরুদ্ধেও অভিযোগ দেওয়া হয়েছে।”

Exit mobile version