parbattanews

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে

unnamed-1-copy

রামু প্রতিনিধি:

রামুতে ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, আমরা মানুষকে স্বপ্ন দেখাতে চাই। সন্তানের কাছে যদি একটি স্বপ্ন না থাকে, সেই সন্তান জীবনে এগিয়ে যেতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে ‘দিন বদলের বাংলাদেশ’ ও ‘ডিজিটাল বাংলাদেশ’ নামে দু’টো স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনা’র স্বপ্ন ‘দিন বদল’ ও ‘ডিজিটাল বাংলাদেশ’। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে চলছে। রোববার রাত ১১টায় রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির হাজার বছরের পরাধীনতার প্রতিশোধ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার তৃতীয় দিনের স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম।

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ আসনের সাংসদ রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ তাঁতী লীগের সাধারণ সম্পাদক সাধনা দাশ গুপ্তা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ইউনুচ  বাঙ্গালী, সদস্য অ্যাডভোকেট সুলতানুল আলম প্রমূখ।

ড. হাছান মাহমুদ এমপি বলেন, ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছর ধরে বাঙ্গালি জাতি স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। সেই জন্যে বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু রাজনীতি করেছিলেন। বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে দু’তিন বছরের মধ্যে সংগঠিত  করেছিলেন। বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বঙ্গবন্ধুকে নির্মম ভাবে হত্যা করা হয়।

বিজয় মেলা উদযাপন পরিষদের যুগ্ম-মহাসিচব তপন মল্লিক ও ছাত্র লীগ নেতা সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজুরল ইসলাম, জেলা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি কায়সার উল হক জুয়েল, জেলা তাঁতী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, রামু উপজেলা কৃষক লীগ আহ্বয়ক মো. সালাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ আবদুস শুক্কুর, রামু উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল আলম জিকু, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক আনছারুল হক, স্বেচ্ছা সেবক লীগ নেতা আজিজুল হক আজিজ, ছাত্রলীগ নেতা শাহজাহান সিরাজ প্রমুখ।

বিজয় মঞ্চে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামশুল আলম, নুরুল হক, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া প্রমূখ।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শেষে বিজয় মঞ্চে রাতব্যাপী অনুষ্ঠিত হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা পাঠ, নৃত্য ও সংগীতানুষ্ঠানে স্থানীয় ও বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের শিল্পীরা অংশ নেন।

Exit mobile version