ডুলাহাজারা সাফারি পার্কে নীল গাইয়ের মৃত্যু


কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে হাতি শাবকের পরে এবার একটি নীল গাইয়ের মৃত্যু হয়েছে। সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৯টার দিকে নীল গাইয়ের মৃত্যুর ঘটনাটি ঘটে। মারা যাওয়া নীল গাইটি স্ত্রী লিঙ্গের এবং প্রাপ্ত বয়স্ক।
গেল একমাসের মধ্যে হাতি শাবকের পর নীল গাইসহ দুটি প্রাণীর মৃত্যুর ঘটনায় সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালের সার্জনের কর্তব্য অবহেলার অভিযোগ করেছেন স্থানীয় পরিবেশ সচেতন মহল।
চকরিয়া উপজেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক এম আর মাহমুদ অভিযোগ করে বলেন, ডুলাহাজারা সাফারি পার্কের সংশ্লিষ্টদের কর্তব্য অবহেলা এবং রোগ নিরুপনে তড়িৎ পদক্ষেপ না নেয়ার কারণে হাতি শাবকের মৃত্যুর পর এবার নীল গাইটির মৃত্যু হয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালের সার্জন খাতেম জুলকার নাইন। তিনি বলেন, দায়িত্ব অবহেলার বিষয়টি সঠিক না। ভেটেরিনারি হাসপাতালের কর্মীরা নিবিড় পরিচর্যায় নীল গাইটির চিকিৎসা সেবা দিয়ে দেখভাল করেছেন।
তিনি বলেন, চলতি মাসের ১১ মে পঞ্চগড় থেকে আহত অবস্থায় নীল গাইটি উদ্ধার করে গত ১৫ মে ডুলাহাজারা সাফারি পার্কে আনা হয়েছে। এসময় নীল গাইয়ের চার পাসহ সর্বশরীরে ব্যাপক আঘাতের চিহ্ন পাওয়া যায়। এমনকি পায়ের জয়েন্ট ভেঙে গিয়ে বা তরল পদার্থ বের হওয়ার কারণে ক্ষতস্থানে ব্যাপক জীবাণু প্রবেশ করে মারাত্মক ক্ষতির শিকার হয় নীল গাই।
এক পর্যায়ে প্রাণীটি রোগ প্রতিরোধে শাররীক সক্ষমতাও হারিয়ে যায়। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পরও নীল গাইটি সুস্থ না হওয়ায় তার মৃত্যু হয়েছে। গতকাল নীল গাইটির মৃত্যুর পর চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আরিফ উদ্দিন এবং আমি নিজে (ভেটেরিনারি সার্জন খাতেম জুলকারনাইন) উপস্থিত থেকে ময়নাতদন্ত করা হয়েছে।
ভেটেরিনারি সার্জন খাতেম জুলকারনাইন বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরের দিকে সাফারি পার্কের ভেতরে নীল গাইটির মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে।
সাফারি পার্ক সুত্রে জানা গেছে, চলতি মাসের ১১ মে পঞ্চগড় থেকে আহত অবস্থায় উদ্ধার করে ১৫ মে সাফারি পার্কে চিকিৎসার জন্য পাঠানো হয়। গতকাল শনিবার নীল গাইটির মৃত্যু হয়। তাঁর আগে চলতি মাসের প্রথমদিন ১মে চিকিৎসাধীন অবস্থায় সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে চারমাস পর একটি হাতি শাবক মারা যায়।
ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো: মনজুর আলম বলেন, আমি অফিসের কাজে চট্টগ্রাম শহরে অবস্থান করার কারনে নীল গাইয়ের মৃত্যুর বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে পারছিনা। তবে ভেটেরিনারি সার্জন ও চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উপস্থিত থেকে ময়নাতদন্তের পর এটি মাটিচাপা দেওয়া হয়েছে।