ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১১৩ জন হাসপাতালে ভর্তি

fec-image

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি। তবে এ সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ১১৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ৬৬ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৪৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩৫০ জন ঢাকার মধ্যে এবং ২৯৫ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬১ হাজার ৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৭৫৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৭৬৭ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬০ হাজার ৬০৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদের মধ্যে ৩৮ হাজার ২৩৭ জন ঢাকার বাসিন্দা, বাকি ২২ হাজার ৩৬৮ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডেঙ্গু, হাসপাতাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন