ডেঙ্গুতে আরো পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯৬

fec-image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৯৬ জন এবং মারা গেছেন ৫ জন।

বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৫৯ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৩৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১৪৪ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ৯১৫ জন। বাকি ১ হাজার ২২৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৫ হাজার ৫৯৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪২ হাজার ২৬৭ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডেঙ্গু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন