ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, হাসপাতালে ভর্তি ৩৮০

fec-image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৮০ জন। তবে এই এক দিনে কেউ মারা যাননি।

বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১৮ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১৬২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭৪৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৯৮১ জন। আর বাকি ৭৬৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৭৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৫৫ হাজার ৭৪০ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডেঙ্গু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন