ডেঙ্গুতে রুমা উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনীর মৃত্যুু
বান্দরবানের রুমায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুমা উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী ডমেচিং মারমা (বেবী বড়ুয়া) (৩২) এর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪ টা ৫৭ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি রুমা উপজেলা চেয়ারম্যান ও রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার সহধর্মিনী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে শারিরিকভাবে অসুস্থতাবোধ করলে রুমার একটি ডায়াগনষ্টিক সেন্টারে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মারা যান।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্বামী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ তার মরদেহ চট্টগ্রাম থেকে তার নিজ বাড়ি রুমায় নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।