ডেঙ্গু আক্রান্ত হয়ে টেকনাফের ব্যবসায়ীর মৃত্যু

fec-image

এবার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কক্সবাজারে টেকনাফের কাপড় ব্যবসায়ী আবদুল মালেক (৩৫) ঢাকায় মারা গেছেন। বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল ১১টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি সাতকানিয়া উপজেলার ছদাহা লতা ফকিরপাড়ার বাসিন্দা মাষ্টার আবুল কাশেম প্রকাশ কাশেম সওদাগরের ছেলে। মালেক দীর্ঘদিন ধরে টেকনাফ পৌরসভার উপরের বাজারে ‘মনে রেখ’ নামের কাপড়ের ব্যবসা করে আসছেন।

নিহতের ছোট ভাই রাসেল জানায়, ১০ দিন আগে রাতে দোকানে থাকা অবস্থায় শরীরে বেশী জ্বর অনুভব করায় আমরা চট্টগ্রামের শেভরণ ক্লিনিকে মালেককে ভর্তি করে চিকিৎসা প্রদান করি। সেখানে পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। পরে শেভরণে রোগীর চিকিৎসার অবহেলা দেখে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় সার্জিস্কোপ হাসপাতালে। সেখানেও তার অবস্থা অবনতি দেখে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।

এরপর গত ২৮ জুলাই ঢাকা ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন