parbattanews

ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে আগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট:

আজ সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দমকল বাহিনীর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহাম্মদ খান জানিয়েছেন হাসপাতালের নানা রসদ রাখার গুদামে আগুনের সূত্রপাত হয়।

নিচতলা থেকে আগুন লাগার পর ধীরে ধীরে তা দোতলায় বেশ কিছু কক্ষে ছড়িয়ে পরে তবে তার কোনটিই রোগীদের কক্ষ নয়। সেসময় ভবনের বিদ্যুৎ চলে যায়। ওই ভবনে রোগীদেরও অল্প কিছু কেবিন রয়েছে। তাদের নিরাপত্তার কারণে সরিয়ে নেয়া হয়েছে। আগুন নেভাতে দমকল বাহিনীর ১৬ ইউনিট কাজ করছে।

সন্ধ্যা সাড়ে ছটার দিকে ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে আতংকে রোগীরা নিজেরাই বের হতে শুরু করেন।
সেসময় ব্যাপক আতংক ছড়িয়ে পরে। রাজধানীর ব্যস্ত একটি এলাকা শেরেবাংলা নগর যেখানে অনেক হাসপাতাল রয়েছে বলে অঞ্চলটি হাসপাতাল পাড়া পড়ে পরিচিত। আইসিইউতে রাখা গুরুতর রোগীদের আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ বা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। BBC

Exit mobile version